রাশিদ রিয়াজ : আয়ারল্যান্ডের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরো অবনতি হওয়ার কারণে দেশটিতে দূতাবাস বন্ধ করতে যাচ্ছে তেলআবিব। ইসরায়েলে যে কৃচ্ছতা সাধন চলছে তার অংশ হিসেবেও ডাবলিনে ইসরায়েলের দূতাবাস বন্ধ হওয়ার অপেক্ষায় আছে। পূর্ব ইউরোপের ওই একটি মাত্র দেশেই ইসরায়েলের দূতাবাস রয়েছে। মিডিল ইস্ট মনিটর
ইসরায়েলের একটি কমিটি ইতিমধ্যে আয়ারল্যান্ডে দেশটির দূতাবাস বন্ধ করে দেওয়ার সুপারিশ জমা দিতে যাচ্ছে এ মাসেই। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় সমর্থন দেয়নি আয়ারল্যান্ড। অন্যদিকে ইসরায়েল আফ্রিকায় তার কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করতে যাচ্ছে। আয়ারল্যান্ড সহ সাতটি দেশে আগামী তিনবছরেই ইসরায়েল দূতাবাস বন্ধ করতে যাচ্ছে। এ বছরেই তিনটি দেশ থেকে ইসরায়েলি দূতাবাস সরিয়ে নেওয়া হবে।