তিনি বলেন, এ ধরনের কার্যকলাপ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংক্রমিত হতে পারে। তাতে সমাজে যে ধরনের ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে তা সরকারের সব উন্নয়নমূলক কর্মকা-কে নসাৎ করে দিবে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের সমর্থন নেই তা প্রমাণ করার জন্য ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও মনে করেন এই রাজনৈতিক ভাষ্যকার।