তিনি বলেন, এ ধরনের কার্যকলাপ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংক্রমিত হতে পারে। তাতে সমাজে যে ধরনের ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে তা সরকারের সব উন্নয়নমূলক কর্মকা-কে নসাৎ করে দিবে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের সমর্থন নেই তা প্রমাণ করার জন্য ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও মনে করেন এই রাজনৈতিক ভাষ্যকার।
আশিক রহমান : ছাত্রলীগের এ জাতীয় কার্যকলাপ সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাসী কর্মকা-ের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদ।