শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযুক্ত রশিদ পেল সরকারি ১ লাখ টন চাল আমদানির ঠিকাদারি

জাফর আহমদ: আলোচিত রশিদ এন্টারপ্রাইজ সরকারের ৪২২ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের ১ লাখ মেট্রিক টন চাল আমদানির ঠিকাদারি পেলো। জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল উৎপাদনকারী দেশ থেকে এ চাল আমদানি করে সরকারের কাছে সরবারহ করবে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এ সম্পর্কিত চুক্তি সম্পন্ন হয়েছে।

বুধবার সচিবালয়ে ক্রয় সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। বৈঠকে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর আগে গতবছর ১৭ সেপ্টেম্বর চাল মজদুদারির অভিযোগে বাংলাদশ রাইস মিল অ্যাসোসয়িশেনরে সভাপতি আবদুর রশদিকে গ্রেফতারের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ওই বৈঠকে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এরপর কুষ্টিয়ায় আ. রশিদের বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। কিন্তু পুলিশ সেদিনে তাকে পায়নি।

বুধবার ক্রয় সম্পর্কিত মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন হওয়া অন্যান্য প্রকল্পগুলো হলো ১১৫ কোটি টাকা ব্যয়ে ‘নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ’ প্রকল্প। প্রকল্পের আওতায় তৃতীয় একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ হবে। ৯৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় লেকের উপর ২টি ব্রীজের অবশিষ্টাংশ নির্মাণ কাজ। গতকাল অনুমোদন হওয়া প্রকল্পগুলোর মধ্যে ৩৬২ কোটি টাকা ব্যয়ে ‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের’ একটি প্রকল্প রয়েছে।

উল্লেখ্যযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩৪৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম-ফেনী-বাখারাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ‘ প্রকল্পের আওহতায় ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবারহ বৃদ্ধি আইন-২০১০’ এর বিধি-বিধান অনুসরণ করে ৩৬ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি চাপ সম্পন্ন ১৮১ কিলোমিটার দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প রয়েছে। বাংলাদেশ রেলওয়ের কালুখালী-ভাটিয়াপাড়া পর্যন্ত সেকশন পুনবার্সন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া নতুন রেলপথ নির্মাণ শীর্ষক প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়