শিরোনাম
◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বর্জন বিএনপির রাজনৈতিক আত্মহত্যা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

সাভার প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করলে সেটি তাদের জন্য রাজনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারী ও কৃষক সমাবেশে এ মন্তব্য করেন মন্ত্রী।

সাংবাদিকদের নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আগামী জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের দলের অস্তিত্ব টিকে থাকবে না। বিএনপির অবস্থা এখন বেশি ভালো না। নির্বাচন ঠেকানোর মতো ক্ষমতা বিএনপির নেই। রাজনৈতিক অবস্থা ঠিক রাখতে গেলে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে। কে নির্বাচনে আসলো, না আসলো, কারও জন্য জাতীয় নির্বাচন বসে থাকবে না। আগামী নির্বাচনে তাদের সুযোগ রয়েছে।

চন্দ আরও বলেন, দশম জাতীয় নির্বাচনে শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে নির্বাচনে আসতে বলেছিলেন । দশম জাতীয় নির্বাচন বিএনপি করতে দেবে না বলে হুমকি দিয়েছিল। কিন্তু তারা জ্বালাও-পোড়াও করে দেশে নির্বাচন বন্ধ করতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা এখন অনেকটা দুর্বল। তাই তাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। জাতীয় নির্বাচন বন্ধ করার কারও ক্ষমতা নেই।

কয়েকদিন আগে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে টেন্ডার ছাড়াই কর্তৃপক্ষ সরকারি গাছ কেটে ফেলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।

এর আগে নারায়ণ চন্দ্র চন্দ কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে গরু রাখার জন্য বুল সেড উদ্বোধন ও কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন ও ডেইরি ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কার্যক্রম’ উদ্বোধন করেন।
মন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসসুদুল হাসান খান,প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. আইনুল হক,কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি এ এম এম সালেহ,কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের উপপরিচালক লুৎফর রহমানসহ আরও অনেকে।
দিনব্যাপী খামারী সমাবেশে সাভার ও আশুলিয়ার কয়েকশ খামারী অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়