শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারল্য সংকটের কারণে জলবায়ু ট্রাস্ট ফান্ডের এফডিআর’এর অর্থ দিতে পারছে না ফারমার্স ব্যাংক

আসাদুজ্জামান সম্রাট : পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তারল্য সংকটের কারণে ফারমার্স ব্যাংক লিমিটেড জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের এফডিআরসমূহের অর্থ দেয়া যাচ্ছে না বলে ব্যাংক থেকে জানানো হয়েছে।

তিনি আজ সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী জানান, দি ফারমার্স ব্যাংক লিমিটেড ঢাকার বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মোট ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা সর্বোচ্চ সুদের হার প্রদান করায় ১ বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়।

মন্ত্রী বলেন, এর মধ্যে ৪৫৫ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যা নগদায়নের জন্য পত্র প্রেরণ করা হয়েছে এবং কয়েকবার তাগিদপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দি ফারমার্স ব্যাংক থেকে জানানো হয় ব্যাংকের তারল্য সংকটের কারণে এফডিআরসমূহ নগদায়ন করা যাচ্ছে না।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দি ফারমার্স ব্যাংক লিমিটেড, ঢাকার বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মোট ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা রাখার বিষয় এবং এফডিআরসমূহ নগদায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গভর্ণর, বাংলাদেশ ব্যাংক ও সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, এফডিআরসমূহ নগদায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০০৯-১০ অর্থবছর থেকে গতবছর ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ৮৮৩ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪৯৭টি সরকারি এবং ৬৩টি বেসরকারিসহ মোট ৫৬০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গৃহীত প্রকল্পের মধ্যে সরকারি ১৭০টি, বেসরকারি ৫৭টিসহ মোট ২২৭টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের বিভিন্ন উপজেলায় গৃহীত প্রকল্প গ্রহণ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৩৭৩ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দে মোট ২৮টি প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, এছাড়া উত্তরাঞ্চলের জেলাগুলোতে এ ফান্ডের অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়