রবিন আকরাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। চার দফা দাবিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ করে তারা। উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের দুটি তালাও ভেঙেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরতরা।
এর আগে বেলা ১১টার দিকে অপরাজয়ে বাংলার পাদদেশে মিছিল শুরু করে তারা। মিছিলটি টিএসসি কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিস অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কার্যালয়েই ছিলেন।
প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্যতম দাবি প্রক্টরের পদত্যাগ। এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার দাবি জানাচ্ছেন তারা।