এ. জামান: চলমান ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করা টাইগাররা নিজেদের তৃতীয় এবং সিরিজের পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচের শুরুতে টসে ব্যাটিং নিয়েছে বাংলাদেশের দলনায়ক মাশরাফি বিন মর্তুজা।
যথারীতি ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। মাঠে নেমে ম্যাচের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান বিজয়। জার্ভিসের বলে এলবিডব্লিউ এর শিকার হয়ে বিজয় ফিরলে ক্রিজে নামেন সাকিব আল হাসান।
সাকিবকে সাথে নিয়ে দলের রান বাড়াতে দেখে শুনেই খেলতে থাকেন তামিম। এ জুটি গড়েন শতরানের পার্টনারশিপ। ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০৮ রান।
৯৫ রানের জুটি গড়ে ক্রিজে আছেন তামিম ৪৫ রানে ও সাকিব ৫০ রানে।