মাহাদী আহমেদ : তুর্কি-সিরীয় সীমান্তবর্তী হাতায়া প্রদেশের কিরিখান এলাকায় তুর্কি সেনা শিবিরে রকেট হামলায় ২ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১২ জন।
আক্রমনের শিকার ক্যাম্পটিতে ‘ফ্রি সিরীয়ান আর্মি (এফ.এস.এ)’ এর সদস্যরা অবস্থান করছিলো বলে ‘দোগান নিউজ এজেন্সি’ জানিয়েছে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াই.পি.জি. জঙ্গি সংগঠণের বিরুদ্ধে তুরস্ক সরকার পরিচালিত সেনা অভিযান আফরিনে’র তৃতীয় দিনে এ হামলাটি চালানো হলো। আরব নিউজ