লিহান লিমা: ক্রীড়া ও সংস্কৃতি যে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে তার প্রজ্জ্বলিত উদাহরণ আজকের উত্তর কেরিয়া। দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়ে যাওয়া শীতকালিন অলিম্পিককে কেন্দ্র করে আবারো আলোচনার টেবিলে বসেছে দুই কোরিয়া।
শনিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বেচ জানান, শীতকালীন অলিম্পিকে প্রতিদ্ব›িদ্বতা করবেন পিয়ংইয়ংয়ের ২২ প্রতিযোগি। নারীদের হকি টিম, স্কেটিং, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, এলপিনি স্কেটিং এবং ক্রস কান্ট্রি স্কিলিংসহ মোট ৫টি খেলায় দেশের হয়ে লড়বেন তারা।
সবচেয়ে আর্কষণীয় বিষয় হল, উদ্বোধনীর দিন পতাকা নিয়ে একসঙ্গে মার্চ করবে দুই কোরিয়া। প্রতিযোগি দলের সঙ্গে ২৪জন কোচ সহ প্রশাসনিক প্রতিনিধিরা সিউল সফর করবেন।
বেচ অলিম্পিককে কেন্দ্র করে শান্তির বার্তা ছড়ানোর জন্য দুই কোরিয়ার সরকারকে ধন্যবাদ জানান। যদিও কিম জং উনের দেশের প্রতিযোগিদের অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে সন্দেহজনক প্রতিক্রিয়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলো। বিবিসি