মরিয়ম চম্পা: মা হবেন নিউজিল্যান্ডের প্রধামন্ত্রী জ্যাসিকা আড্রেন। এ উপলক্ষে ৬ সপ্তাহের মার্তৃত্বকালীন ছুটিতে যাবেন আড্রেন। গতকাল বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে অন্ত:স্বত্ত্বা ও ৬ সপ্তাহ মার্তৃত্বকালীন ছুটির ঘোষণা দেন। মিসেস আড্রেন ও তার স্বামী ক্লার্ক গেফর্ড দুজনেই চাচ্ছেন তাদের একটি ছোট্ট ও সুন্দর কন্যা সন্তানের জন্ম হোক। ইতোমধ্যে তিনি তার মার্তৃত্বকালীন ছুটির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
আড্রেন তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে লিখেন, ২০১৭ সালটি ছিল আমাদের জন্য দীর্ঘ একটি সময়। ১৮৫৬ সালের পর ৩৭ বছর বয়সী জ্যাসিকাই হচ্ছেন নিউজিল্যান্ডের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের লেবার পার্টির নেতা জ্যাসিকার ঘোষণার পরপরই তার ভক্তানুরাগিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার প্লাবনে ভাসিয়ে দেয়।
জ্যাসিকা টুইট বার্তায় বলেন, আমার কাছে মনে হচ্ছিল ২০১৭ সাল যেন শেষই হচ্ছে না। ক্লার্ক ও আমি দুজনেই এতোটাই উত্তেজিত ছিলাম যে কবে আমাদের নতুন অতিথি আসবে এবং তাকে কিভাগে স্বাগত জানাবো। আগামী জুন মাসে আমাদের পারিবারিক টিম মেম্বার বেড়ে দুই থেকে তিনজনে পরিণত হবে। যেখানে আরও অনেক বাবা মা ডাবল টুপি পরে আমাদের অনাগতকে স্বাগত জানাবেন। ভাবতেই অবাক লাগে এতোদিন সবাই আমাকে শুধু প্রধানমন্ত্রী হিসেবে জানতো, এখন আমি একজন মা। সিএনএন