প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ফেব্রæয়ারি মাসেই ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬০টি আসনের বিপরীতে ৩মার্চ এ নির্বাচনগুলোর ফলাফল প্রকাশিত হবে বলে জানান দেশটির প্রধান নির্বাচন কমিশনার একে জ্যোতি।
ত্রিপুরার ৬০টি আসনে ১৮ ফেব্রæয়ারি, মেঘালয়া এবং নাগাল্যান্ডের আসনগুলোতে ২৭ ফেব্রæয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ইভিএম’র সাহায্য নেওয়া হবে বলে জানা গেছে।
বর্তমান ক্ষমতাসীন দল বিজিপি আশা করছে এবারের নির্বাচনে সবগুলো রাজ্য থেকেই তাদের দল নিরুঙ্কুশ বিজয় লাভ করবে।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে ত্রিপুরা অঙ্গরাজ্যটিতে চতূর্থবারের মত ক্ষমতায় আছে বামপন্থী দল। এছাড়াও মেঘালয়ে মুকুল শর্মা ক্ষমতায় ছিলেন প্রায় ৮ বছর। রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণটক, ছত্রিশগড় এবং মিজোরামে এই বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। এনডিটিভি