সান্দ্রা নন্দিনী: বুধবার নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে উত্তর কোরিয়াকে সহায়তা করছে রাশিয়া। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার বিষয়ে রাশিয়া আমাদের মোটেও সাহায্য করছে না। উত্তর কোরিয়া ইস্যুতে দেখা যাচ্ছে যে চীন আমাদের সহায়তা করছে, সেখানে রাশিয়া তাতে বাগড়া দিচ্ছে। এধরনের ভূমিকায় আমরা চীনকে দেখতে অভ্যস্ত কিন্তু রাশিয়ার কাছ থেকে এ আচরণ কোনভাবেই সমর্থন করা যায় না।’
৫৩ মিনিটের এই সাক্ষাৎকারে রাশিয়া ঠিক কীভাবে উত্তর কোরিয়াকে সহায়তা করছে তার সুস্পষ্ট কোনও রূপরেখা উল্লেখ করেননি ট্রাম্প। অন্যদিকে, এ প্রসঙ্গে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ওপর পরমাণু ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞায় চীন-রাশিয়া দু’দেশই স্বাক্ষর করেছে।
ট্রাম্প আরও বলেন, ‘উত্তর কোরিয়াকে পথে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আমি মানছি, এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া সম্ভব কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমার পক্ষে তা সম্ভব হবে না।’ রয়টার্স