শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল দলে ফেরার স্বপ্নে বিভোর পাতো

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে শেষ মাঠে নেমেছিলেন চার বছরের বেশি হয়ে গেল। পাড়ি জমিয়েছেন তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাইনিজ সুপার লিগে। তবে এখনো আশা হারাননি ব্রাজিলের আলেসান্দ্রে পাতো। ব্রাজিল দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন। আর সে লক্ষ্যে জাতীয় দলের কোচ তিতের নজর কাড়তে মরিয়া এই স্ট্রাইকার।

২০১৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি পাতো। তবে আগামী জুন-জুলাইয়ে হতে হওয়া রাশিয়া বিশ্বকাপের দলে ডাক পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

চাইনিজ সুপার লিগের গত আসরে তৃতীয় হওয়া তিয়ানচি কুয়ানচিয়ানের হয়ে দারুণ খেলেন পাতো। ২৪ ম্যাচে করেন ১৫ গোল। দারুণ এই পারফরম্যান্সে ব্রাজিলের কোচের নজর কাড়তে পারবেন বলে আশাবাদী আক্রমণভাগের এই খেলোয়াড়।

"ব্রাজিলিয়ান (জাতীয় দল) দলে জায়গা পাওয়ার ভাবনাতেই আমি সারা বছর পরিশ্রম করেছি।ৃআমি সবসময় ব্রাজিল দলে ফিরতে চেষ্টা করেছি এবং আমার মতে, আমি দারুণ একটি চ্যাম্পিয়ন্সশিপ খেলেছি। দলকে অন্য এক পর্যায়ে আনতে আমি সহযোগিতা করেছি, যা সবার প্রত্যাশার বাইরে।’

চীনের ক্লাবের হয়ে খেললেও সেন্টারব্যাক জিল, ফরোয়ার্ড দিয়েগো তারদেল্লি ও রেনাতো আউগুস্তো একেবারে তিতের পরিকল্পনার বাইরে চলে যাননি। আর ৩০ বছর বয়সী পাওলিনিয়ো তো বার্সেলোনায় যোগ দিয়ে দারুণ খেলে চলেছেন। ব্রাজিল দলে ফেরার প্রত্যাশায় এই নামগুলোই আত্মবিশ্বাস যোগাচ্ছে পাতোকে।

‘আমি অসাধারণ একটি বছর কাটিয়েছি। আমি মনে করি, সুযোগ আসবে। যেমনটা জিল, তারদেল্লি, রেনাতোর এসেছে। চীনে থাকার সময় পাওলিনিয়োও সুযোগ পেয়েছেন। এখন সে বার্সেলোনায় চলে গেছে।’

নিজের পরিকল্পনা সম্পর্কে পাতো বলেন ‘আমি মনে করি, এখনও বিশ্বকাপের অনেক সময় বাকি। আমাকে পরিশ্রম করতে হবে এবং চীনে আমার কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে হবে। আর এই সুযোগ পেলে আমি খুবই খুশি হবো। ব্রাজিলিয়ান দলে ফিরতে আমি শতভাগ পরিশ্রম করবো। আমি মনে করি, এটাই আমার নজর দেওয়ার জায়গা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়