সান্দ্রা নন্দিনী: ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র জন্য নতুন ১লক্ষ ৬০হাজার অত্যাধুনিক অস্ত্র কেনা হচ্ছে। এ অস্ত্র কিনতে সাড়ে ৩হাজার কোটি রুপির প্রস্তাব দেশটির পরাষ্ট্র মন্ত্রণালয়ে পাস হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম মঙ্গলবার এক বৈঠকে বিএসএফ’র অস্ত্র কিনতে এই পরিমাণ অর্থের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন।
তিনি বলেন, 'সীমান্তরক্ষী বাহিনীর জন্য ৭২হাজার অস্যাল্ট রাইফেল ও ৯৩হাজার ৮৯৫টি কারবাইন রাইফেল ক্রয়ের জন্য আমাদের এই পরিমাণ অর্থ প্রয়োজন হবে।' ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্তমানে যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলো প্রায় ২০ বছরের পুরোনো।
উল্লেখ্য, ৭টি দেশের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ৩,৩২৩কি মি ও চীনের সাথে ৩,৩৮০কি মি সীমান্তে উত্তেজনা প্রায় সর্বক্ষণ লেগে থাকে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে ও দোকালাম সীমান্তে চীনের সাথে ভারতীয় সীমান্ত রক্ষীদের প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। এছাড়াও বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশটির ৪,০৯৭কি মি সীমান্ত রয়েছে। হিন্দুস্তান টাইমস