মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে রশিদা নামে এক গৃহবধূ শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী রশিদা বেগম (২৭)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সবের রেজা আহম্মেদ জানান, সোমবার দিবাগত রাতে কোন এক সময় ওই গৃহবধূ তার শরীরে আগুন লাগায়। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদাকে মৃত ঘোষণা করে।
মিজানুর ও রশিদার ১১ বছরের বৈবাহিক জীবনে কোন সন্তান লাভ করতে না পারায় মিজান আবার বিয়ের সিধান্ত নেয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তাদের কলহ-বিবাদ লেগেই থাকতো।
তিনি আরো জানান, প্রাথমিক ধারণা স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: উমর ফারুক রকি