ডেস্ক রিপোর্ট : যক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন তলা একটি বাড়ির ওপরের অংশে ঢুকে গেছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকে রাজ্যের অরেঞ্জ কাউন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
অরেঞ্জ কাউন্টি ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ভবনের তিন তলায় ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় গাড়ির এক যাত্রী বের হতে পারলেও আটকে ছিলেন অপরজন। পরে সকাল পৌনে সাতটার দিকে তাকে উদ্ধার করা হয়।
যাত্রীরা সামান্য আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।অরেঞ্জ কাউন্টি ফায়ার সার্ভিসের কর্মকর্তা হর্নার বলেন, ধাক্কা খাওয়ার পরই ঘটনাস্থলে আগুন ধরে যায়।
গাড়ি চালানোর সময় যাত্রীরা মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
সূত্র : আমাদের সময়