শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ সাদাতের মুক্তি দাবি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদকে দীর্ঘদিন গুম রাখার পর সম্প্রতি গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বিবৃতিতে তিনি অবিলম্বে সৈয়দ সাদাত আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণকে ভীত সন্ত্রস্ত রাখতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে গুম করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার আরও বেশী মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। জানমালের নিরাপত্তা নিয়ে দেশের মানুষ এখন চরম সংকটাপন্ন।

তিনি আরও বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদকে দীর্ঘদিন গুম করে রাখার পর গ্রেফতার দেখিয়ে বারবার রিমান্ডে নিয়ে নির্যাতন করার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে সৈয়দ সাদাত আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়