শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:১০ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের দর্শনীয় স্থান পরিদর্শন করবেন প্রণব মুখার্জি

ফারমিনা তাসলিম: মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেখানে ব্যস্ততাময় একটি দিন কাটাবেন তিনি। পরিদর্শন করবেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থান ও মাস্টার দা সূর্যসেনের বাড়ি। যোগ দিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে। সেখানে তাকে দেয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রী। এ সফর ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব। যেখানে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। অপেক্ষা প্রাণের অতিথিকে বরণের। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রামে এসে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থানটি দেখতে। প্রণব মুখার্জির যাওয়ার কথা রাউজানেও। যেখানে জন্মেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পৌরদা মাস্টার দা সূর্যসেন। তার জন্মস্থান নোয়াপাড়া ছাড়াও ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপ্রধান যাবেন সূর্যসেনের কবর দেখতে।

রাউজানের স্থানীয়রা বলেন, সূর্যসেনের জন্ম এখানে তাই আমরা খুবই গর্বিত। ভারতের রাষ্ট্রপ্রধান তার স্মৃতিবিজড়িত স্থান দেখতে আসছে এতে আমাদের খুব ভালো লাগছে।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আমরা সূর্যসেন চত্ত¡র, গেইট, সূর্যসেন কমপ্লেক্স, মূর্তি এসব জায়গা তিনি দেখতে যাবেন। আমরা অত্যন্ত উদগ্রীব আমাদের রাউজানে এটাকে নিয়ে অহংকারবোধ করি।

দিনভর এ সফরে প্রণব মুখার্জি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিশেষ সমাবর্তনে তাকে দেওয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রী। তাই বিশ্ববিদ্যালয় জুড়ে এখন প্রস্তুতির সাজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, উনাকে যথার্থ সম্মান করতে পারাটা আমাদের কাজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সে গৌরবে অংশগ্রহণ করতে চায়।

ভারতের সাবেক এ রাষ্ট্রপতিকে ঘিরে সবদিকে তৈরি হচ্ছে কড়া বেষ্টনী এবং থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, এ পরিদর্শন যাতে নিরাপত্তার সাথে হয়, তার সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি।

মঙ্গলবারে প্রণব মুখার্জি চট্টগ্রামে যাবেন এবং বুধবার চট্টগ্রাম ছেড়ে চলে যাবেন।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়