শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স হ্যারির বিয়েতে গৃহহীনের সাজে প্রতিবাদ জানাবে রাজতন্ত্র বিরোধীরা

মরিয়ম চম্পা : উইন্ডসর ক্যাসলে প্রিন্স হ্যারির বিয়েতে গৃহহীনের সাজে অভিনব কায়দায় প্রতিবাদ জানাবে রাজতন্ত্র বিরোধীরা। মে মাসে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েকে কেন্দ্র করে ক্যাসলে যতো উদ্বাস্তু ও ভিক্ষুক আছে তাদেরকে পুলিশ ও স্টেস কাউন্সিলরের সহায়তায় স্থানচ্যুতির ঘোষণার পরপরই রাজতন্ত্র বিরোধীরা এই অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নেয়।
ব্রিটিশ একদল সমাজকর্মী ও প্রতিবাদকারী ডেইলি মেইলকে জানায়, তারা বিয়ের দিনটিতে গৃহহীন মানুষের আদলে ব্যপক বিক্ষোভ জানাবে। মানবতার থেকে রাজ পরিবারের বিয়ে বড় বিষয় না। তারা যতক্ষণ পর্যন্ত না উইন্ডসরের গৃহহীন মানুষদের বিকল্প পুণ:বাসনের ব্যবস্থা করছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকবো।
সমাজকর্মীরা জানায়, তাদের এই প্রতিবাদ সভায় প্রায় হাজার হাজার প্রতিবাদকারী অংশগ্রহণ করবে। রয়েল পরিবারের এই অমানবিক কাজকে প্রতিহত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে তারা। ইতোমধ্যে প্রায় অসংখ্য প্রতিবাদকারী ফেইসবুকে তাদের একাত্মতা প্রকাশ করেছে। সমাজকর্মীদের কেউ কেউ ভিক্ষুক সেজে, কেউ উইন্ডসরের ফুটপাতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে প্রতিবাদ জানাবে। এদিকে, গতমাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে তার এক বক্তৃতায় বলেন, মানবিকতার জায়গা থেকে রাজপরিবারের উচিৎ গৃহহীন মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করা। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়