শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছরে প্রভাসের ১৯ ছবি

রবিন আকরাম: ভারতের দক্ষিণী জনপ্রিয় সুপারস্টার প্রভাস। ২০০২ সালে 'এশওয়ার' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তার। ১৯৭৯ সালের ২৩ অক্টোবর জন্ম হওয়া এই তারকা মূলত তামিল এবং তেলুগু ভাষার ছবিগুলোতে অভিনয় করে থাকেন। বাহুবলি ছবির মাধ্যমে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

চাচার সিনেমা দেখে অনুপ্রাণিত হওয়া এই অভিনেতা ইতোমধ্যে ১৮টি ছবি করে পেলেছেন। এবং বর্তমানে 'সাহো' ছবিতে অভিনয় করছেন। ২০০২ সাল থেকে এ পর্যন্ত ১৯টি একক ছবিতে অভিনয় করেছেন প্রভাস।

'এশওয়া' ছবির মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও ২০০৫ সালে 'ছত্রপতি' ছবির মাধ্যমে অভিনয় জগতে নিজের যায়গাটা পাকাপোক্ত করে নেন প্রভাস।

কিন্তু 'বাহুবলি' সিরিজের দুটি ছবিই তাকে ভারতীয় তারকায় পরিণত করে। এই ছবি ছাড়াও তার অন্যান্য ছবিগুলো হলো- এশওয়ার (২০০২), রাঘভেন্দ্রা (২০০৩), ভার্শাম (২০০৪), আদাভি রামুদু (২০০৪), চক্রাম (২০০৫), ছত্রপতি (২০০৫), পৌরনামী (২০০৬), যোগি (২০০৭), মুন্না (২০০৭), বুজ্জিগাদু (২০০৮), বিল্লা (২০০৯), এক নিরাঞ্জন (২০০৯), ডার্লিং (২০১০), মি. পারফেক্ট (২০১১), রেবেল (২০১২), মির্চি (২০১৩), বাহুবলি দ্য বিগিনিং (২০১৫), বাহুবলি দ্য কনক্লুশান (২০১৭)।

এদিকে বর্তমানে 'সাহো' ছবিতে অভিনয় করছেন প্রভাস। দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে শুটিং চলছে সিনেমাটির। সুজিথ পরিচালিত এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী শ্রদা কাপূর। এ ছাড়াও আরো অভিনয় করেছেন, জ্যাকি শ্রফ, মহেশ মঞ্জরেকর, চাঙ্কি পাণ্ডে প্রমুখ। ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। সূত্র: উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়