শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মহীউদ্দীন খানের প্রশ্রয়ে বাবুল চিশতীর দুর্নীতির মহোৎসব’

সজিব খান: ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের প্রশ্রয়ে এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ব্যাংকটিতে দুর্নীতির মহোৎসব শুরু করেছিলেন বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুচিন্তা বাংলাদেশ এর আহবায়ক এবং সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোহাম্মদ এ আরাফাত।

তার ফেসবুক স্ট্যাটাসটি আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হল-

‘একটি গুরুত্বপূর্ণ খবর, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের নথি তলব করেছে দুদক।

এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ফারমার্স ব্যাংক নিয়ে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সে ব্যাপারেও আমরা আশাবাদী হতে পারি। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের প্রশ্রয়ে এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী সেখানে শুরু করেছিলেন দুর্নীতির মহোৎসব। উৎকোচের বিনিময়ে তিনি ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বিভিন্ন গ্রাহকদের, এগুলো পরিণত হয়েছে ‘ব্যাড লোনে’। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের অনুমতি তো নেওয়াই হয়নি, তাদেরকে ব্যাংকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে। ফারমার্স ব্যাংকের অগণিত গ্রাহক অর্থাৎ দেশের জনগণের সঙ্গে প্রতারণা, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসের অমর্যাদা করার দায় মহীউদ্দীন খান আলমগীরকে নিতে হবে, বিচারের মাধ্যমে বাবুল চিশতীকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এটা আমাদের দাবি। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন, ততদিন এসব দুর্নীতিবাজ কোনোভাবেই পার পাবে না, এ আস্থা আমাদের আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়