শিরোনাম
◈ মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার ◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মহীউদ্দীন খানের প্রশ্রয়ে বাবুল চিশতীর দুর্নীতির মহোৎসব’

সজিব খান: ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের প্রশ্রয়ে এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ব্যাংকটিতে দুর্নীতির মহোৎসব শুরু করেছিলেন বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুচিন্তা বাংলাদেশ এর আহবায়ক এবং সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোহাম্মদ এ আরাফাত।

তার ফেসবুক স্ট্যাটাসটি আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হল-

‘একটি গুরুত্বপূর্ণ খবর, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের নথি তলব করেছে দুদক।

এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ফারমার্স ব্যাংক নিয়ে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সে ব্যাপারেও আমরা আশাবাদী হতে পারি। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের প্রশ্রয়ে এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী সেখানে শুরু করেছিলেন দুর্নীতির মহোৎসব। উৎকোচের বিনিময়ে তিনি ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন বিভিন্ন গ্রাহকদের, এগুলো পরিণত হয়েছে ‘ব্যাড লোনে’। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের অনুমতি তো নেওয়াই হয়নি, তাদেরকে ব্যাংকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে। ফারমার্স ব্যাংকের অগণিত গ্রাহক অর্থাৎ দেশের জনগণের সঙ্গে প্রতারণা, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসের অমর্যাদা করার দায় মহীউদ্দীন খান আলমগীরকে নিতে হবে, বিচারের মাধ্যমে বাবুল চিশতীকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এটা আমাদের দাবি। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন, ততদিন এসব দুর্নীতিবাজ কোনোভাবেই পার পাবে না, এ আস্থা আমাদের আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়