শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৬ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ সালেই দায়িত্ব ছাড়বেন অস্ট্রেলিয়ার কোচ লেহম্যান

স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি ছিল। দল ভালো করছে, চুক্তির মেয়াদটা বাড়তেই পারে সাবেক এই ব্যাটসম্যানের। তবে লেহম্যান নিজে আর দায়িত্ব চালিয়ে যেতে চান না। আগেভাগেই জানিয়ে রেখেছেন, চুক্তি শেষ হলে সেটা আর নবায়ন করবেন না।

মিকি আর্থার ২০১৩ সালে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে হঠাৎ বরখাস্ত হওয়ার পর লেহম্যানের কাঁধে দায়িত্ব তুলে দেয়া হয়। দলের সাফল্যে গত বছর আবারও নতুন করে চুক্তি করা হয় তার সঙ্গে। চুক্তিটা থাকছে ২০১৯ সালের অ্যাশেজ পর্যন্ত।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি ওয়ানডে বিশ্বকাপ, অন্যটি হলো ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ। লেহম্যান জানিয়ে দিলেন, এই অ্যাশেজের পরই অস্ট্রেলিয়ার কোচের পদ ছেড়ে দেবেন তিনি।

নতুন চুক্তি করবেন কি না? এমন প্রশ্নে লেহম্যানের উত্তর, 'এটাই শেষ। তখন অনেকটা সময় হয়ে যাবে, অনেক সফর হবে। আমার দিক থেকে বললে, আমি এই দায়িত্বটা খুব উপভোগ করি, ভালোওবাসি। তবে আমাদের এটা মনে রাখতে হবে, এখান থেকে পরে কি করব।'

অস্ট্রেলিয়ার তিন ফরমেটেই লেহম্যান কোচের দায়িত্ব পালন করছেন। গত অক্টোবরে তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক সূচিতে যেভাবে চাপ বাড়ছে, তাতে সাদা বল আর লাল বলে আলাদা কোচ থাকা উচিত। আবারও সেই কথাটিই পুণর্ব্যক্ত করেন অস্ট্রেলিয়া কোচ। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়