শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন ঘন অপহরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

শাহরিয়ার কবির : গুম হয়ে যাওয়া মানুষেরা ফিরছে। যারা গুম হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী অপহরণকারীরা তাদের কাছ থেকে টাকা চেয়েছে। অনেকেই ফিরে এসেছে। নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন তদন্ত করছে না? কারা এই কাজগুলো করছে? এরা কেউ কিছু বলছে না যে, কোথায় রাখা হয়েছিল? এতদিন কোথায় ছিল? দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবই সত্য। যেমন: ফরহাদ মজহারের ঘটনাটা সাজানো ছিল। তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। আত্মগোপন করেছিলেন। পুরো ব্যাপারটাই রহস্যজনক। এবং মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের এখন উচিত হবে, যারা ফিরে এসেছে তাদেরকে জেরা করা। এটা তো বোঝাই যাচ্ছে যে, এক বা একাধিক চক্র এই ঘটনাগুলো ঘটাচ্ছে। পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে কি-না? বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যে। এখন আর হলি আর্টিজানের মতো ঘটনা ঘটানো সম্ভব হচ্ছে না।

একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কোনো কঠিন কাজ নয়। আমাদের তো এত বেশি পুলিশ নেই, যে মানুষকে ঘরে ঘরে পাহারা দিয়ে রাখবে। আর স্বেচ্ছায় গুম হতে চাইলে তো কাউকে পাহারা দিয়ে রাখাও সম্ভব নয়। বুদ্ধিমান মানুষ স্বেচ্ছায় আত্মগোপন করতেই পারে। ফরহাদ মজহার যেটা করেছেন। ফরহাদ মজহার নিজেও বলেছিলেন, তিনি সব জানাবেন। পুলিশের তার বিরুদ্ধে মামলা করার কথা ছিল। ফরহাদ মজহার কেন সাংবাদিক সম্মেলন করেননি, জানাননি? এগুলো বাংলাদেশের ভাবমূর্তিকে হেয় প্রতিপন্ন করেছে। সুপরিকল্পিতভাবে এ রকমটা করা হয়েছে বলে মনে করি। কারণটা খুঁজে বের করতে হবে। আমি মনে করি গণমাধ্যমেরও তদন্ত করা উচিত। তাহলে অনেক কিছু বের হয়ে আসবে।

পরিচিতি : সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটি
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়