শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০১:১৮ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিশ্বের ৯০.৫ ভাগ মানুষ ‘না’ বলেছে

জাকারিয়া হারুন : সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের শতকরা ৯০.৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। গত বৃহস্পতিবারের ভোটাভুটির মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের কত বিশাল জনমত রয়েছে।

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় এবং বিশ্বের ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলসহ শুধু নয়টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় এবং ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য শুধুমাত্র ভোটে হেরে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং বিশ্বের শতকরা ৯০ ভাগের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে- এ বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ পরিষদের ওই ভোটের ফলাফল থেকে এ কথা সুস্পষ্টভাবে ফুটে উঠছে যে, বিশ্বের বিশাল জনগোষ্ঠী বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন সিদ্ধোন্তের বিরুদ্ধে তাদের মতামত তুলে ধরেছে। শুধু তাই নয়, মার্কিন মিত্ররাও এ সিদ্ধান্তে বিরুদ্ধে ভোট দিয়েছে। সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়