জুয়াইরিয়া ফৌজিয়া: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাবলাকে ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা দেয়ার অভিযোগ করেছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ধানের শীষের প্রার্থীর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোট শুরুর তিন ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ভোট শুরু হলে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে সন্ত্রাসীরা। দলের প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না। ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে তারা যেন ভোটকেন্দ্রে না যায়।
এরকম পরিস্থিতে রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না তা নিয়ে গভীর সংশয় ও সন্দেহ প্রকাশ করেন রিজভী।
রিজভী অভিযোগ করে আরও বলেন, বুধবার রাতে শহীদুল নামে স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধানের শীষের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়েছে ক্ষমতাসীর দলের লোকজন।
প্রসঙ্গত, সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি ভোটকেন্দ্রে ভোট শুরু হয়েছে; চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
মেয়র পদে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র- বিডি নিউজ