নাফরুল হাসান : সফরের শেষ দিনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম । আজ সোমবার সকাল ১০ টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিমানবন্দর থেকে তিনি সাড়ে ১০টার সময় রোহিঙ্গা ক্যাম্পে শরণর্থীর সাথে ৩০ থেকে ৪০ মিনিট সময় অতিবাহিত করবেন তিনি । এরপর তুরস্ক পরিচালিত সংস্থার যেসব কার্যক্রম আছে তা পরিদর্শন করবেন। তবে পরিদর্শনের পর সংবাদ সম্মেলন করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরপর তিনি কক্সবাজার থেকে সরাসরি তুরস্কের উদ্দেশে রওনা দিবেন বলে জানা গেছে।
তুরস্কের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।