মরিয়ম চম্পা: মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে মুক্তি পেয়েছেন চীনের এক প্রতিবাদি বাবা। চীনের নামকরা চিত্রশিল্পী হুয়া অং মেয়ের জন্মদিনের মাত্র কয়েক দিন আগে গ্রেপ্তার হন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেইজিংয়ের গণ উচ্ছেদের প্রতিবাদ জানানোয় শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনে ফেসবুক ও টুইটার ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তবে অনেকটা কৌশলি হয়েই এগুলো ব্যবহার করতেন হুয়া অংয়ের মতো অধিকারকর্মীরা। বেইজিং থেকে গণ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন তাঁরা। চীনা সরকারের দৃষ্টিতে অবৈধ এই কর্মকান্ডকে জনসমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয় হুয়াকে।
ছোট্ট মেয়ের সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে বুঝতে পেরে গ্রেপ্তার হওয়ার একদিন আগে মেয়ের কাছ থেকে বিদায়ের একটি ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ভাইরাল হয়। এরপরই বেইজিং থেকে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পরেন তিনি।
সোমবার অপ্রত্যাশিতভাবে জামিনে ছাড়া পান হুয়া অং। ছাড়া পেয়েই তিনি ছুটে যান মেয়ের কাছে। ছোট্ট মেয়ের জন্মদিনে বাবা মেয়ের এক হওয়ার এই দৃশ্য ক্যামেরায় বন্দী করেন শুভাকাঙ্খীরা। ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিবিসি