শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ৪০ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার 

নুরুল আমিন হাসান : রাজধানীর তুরাগে ৪০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বেলাল উদ্দিন (৫০) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-২। ওই মাদক সম্রাট নাটোরের নলডাঙ্গা থানাধীন বাসুদেবপুর এলাকার কোরবান আলীর ছেলে।
তুরাগ থানাধীন রাজবাড়ী এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হলেও সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন রাজাবাড়ির বি ব্লকের ২ নং ওয়ার্ডের ৫ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার ২য় তলা থেকে সোমবার ভোরে অভিযান চালিয়ে ওই মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ভাড়াকৃত ওই বাসার খাটের নিচ হতে ব্যাগে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত ওই ইয়াবাগুলো চট্রগ্রাম হতে রাজধানীতে বিক্রয়ের উদ্দ্যেশ্যে নিয়ে এসেছিল।
জিজ্ঞাসাবাদে ওই মাদক  ব্যবসায়ী জানায়, চট্টগ্রাম এলাকার এক ব্যক্তি মায়ানমার হতে বিভিন্ন কসমেটিক্স, শাড়ী-কাপড় ইত্যাদির আমদানির আড়ালে ইয়াবা আমদানি করে। যা পরবর্তীতে বিভিন্ন সোর্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিপনন করে আসছিল। উক্ত ইয়াবা চালানটি চট্টগ্রাম হতে পরিবহনের সীটে বিশেষ পদ্ধতিতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরও জানায়, র্দীঘদিন যাবৎ বিভিন্ন ধাপে ধাপে চট্টগ্রাম, কক্সবাজারের টেকনাফ হতে বিপুল পরিমান ইয়াবার চালান বিভিন্ন গণপরিবহনের বডির ভিতরে গোপন স্থানে করে নিয়ে আসছিল। আবার কখনও কখনও ড্রাইভার ও হেলপারের সহায়তায় বিক্রির উদ্দেশ্যে রাজধানী সহ বগুড়া, নাটোর এলাকায় নিয়ে আসে।
এছাড়াও জুতা, টুপি, মাছের পেট, ফুল, শরীরের বিশেষ অঙ্গসহ গণপরিবহনে, প্রাইভেট গাড়ীতে, পণ্যবাহী ট্রাকে, গণপরিবহনের শ্রমিকদের মাধ্যমে ইয়াবার চালান নিয়ে আসে। তাছাড়াও কখনও কখনও নারীদের অন্তর্বাসে করে ইয়াবার চালান নিয়ে আসে। এ ক্ষেত্রে তাদের দলে মাদক সরবরাহ করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত নারী রয়েছে যারা বিশেষ পদ্ধতিতে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে এই নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট স্তরে স্তরে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছায়ে থাকে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. বেলাল উদ্দিন রাজধানীর অন্যতম একজন মাদক সম্রাট। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় তার নামে রাজধানীর লালবাগ থানা সহ একাধিক থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানেিয়ছে র‌্যাব।
  • সর্বশেষ
  • জনপ্রিয়