শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা বেড়েই চলছে

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিরক্ষা ফোরামের একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল (অব:) এইচ আর মেক বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধেও আশঙ্কা দিন দিন বাড়ছে। উত্তর কোরিয়া যাতে পারমানবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো পাল্লা দিচ্ছে।

উত্তর কোরিয়ার পরমানু অস্ত্র তৈরির কর্মসূচিতে যুক্তরাষ্ট্র খুবই হতাশায় রয়েছে। তিনি বলেন, শুধু আমেরিকা নয় সারা বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি তৈরি করেছে কিম জং উনের উচ্চ বিলাস। তিনি বলেন, যুদ্ধ ছাড়া এর সমাধানের এখনও সুযোগ রয়েছে তবে সময় খৃুব কম এবং সে সুযোগ দিন দিন দূরে সরে যাচ্ছে। তবে চীন যদি উত্তর কোরিয়ায় জ্বালনি সহ বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধ করে তাহলে কোরিয়া তার সক্ষমতা হারাবে।

তার বক্তব্যটি এমন সময় এসেছে যখন ৩ দিন আগে কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আমেরিকার উদ্বেগ দারুণভাবে বেড়ে গেছে। বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রটি কোরিয়া পরীক্ষা করেছে সেটি ৪৪৭৫ কি. মি. উঁচুতে উঠে ৫৩ মিনিটে ৯৫০ কি. মি. দূরত্ব অতিক্রম করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন এ অস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছাতেও সক্ষম হবে। কিন্তু ভারী কোন বোমা বহনে এ অস্ত্র সক্ষম হবে কিনা এবং এ প্রযুক্তি কোরিয়ার রয়েছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান।

অন্যদিকে উত্তর কোরিয়া অভিযোগ করছে যুক্তরাষ্ট্র অনর্থক যুদ্ধের দামামা বাজিয়ে চলছে। আর যুক্তরাষ্ট্রের উগ্র মনোভাবের জন্য যদি সারাবিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়ে সে দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়