শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৩৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ট্রুডোর স্ত্রী ভেবেছিলেন ট্রাম্প!

লিহান লিমা: নভেম্বরে ভিয়েতনামের দা নাং শহরে অনুষ্ঠিত অ্যাপেক সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেনকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সংবাদে যারপরনাই বিব্রত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী। এমনকি ‘কূটনৈতিক জটিলতা’ সৃষ্টির ও আশঙ্কা করছেন তিনি।
সম্প্রতি আর্ডেনের বন্ধু কমোডিয়ান টম সেইন্সবারি এক টিভি সাক্ষাতকারে বলেন, ‘আমি জানি না এটি বলা ঠিক হচ্ছে কি না। কিন্তু আর্ডেন আমাকে এমনটিই বলেছেন। ভিয়েতনামে তার সঙ্গে বৈঠককালে অনেকটা সময় ধরেই ট্রাম্প আর্ডেনের পরিচয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলেন। তিনি তাকে ট্রুডোর স্ত্রী সোফি ভেবেছিলেন।’
তবে আর্ডেন এটি অস্বীকার করেন। নিউজিল্যান্ডের টিভি চ্যানেল এনজিটিভি দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি ‘পুরো ঘটনা’ আমার বন্ধুদের কাছে খুলে বলেছি। আমি বলেছিলাম, আমার পরিচয় নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল। আর্ডেন আরো বলেন, সেইন্সবারি ওই ঘটনার একটি সংক্ষিপ্ত ভার্সন বলেছেন। আমি শুধু ওই বৈঠকটির দিকে খেয়াল রাখছিল এমন একজন পর্যবেক্ষকের অভিব্যক্তির কথা বলেছি মাত্র। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে ওই রকমটি ভেবেছিলেন।
আর্ডেন জানান, এটা মজার অভিজ্ঞতা কিন্তু একটি সামান্য ব্যাপার। এটা নিয়ে আমি কোন রকম কূটনীতিক জটিলতা সৃষ্টি করতে চাই না। এখন আমার মনে হচ্ছে, আমার ওই কথা কাউকেই বলা উচিত হয় নি। সূত্র: দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়