শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপির সমাবেশে সরকারের অলিখিত বাধা ছিল’(ভিডিও)

কে এম হোসাইন : বিএনপির যে সমাবেশ হলো এতে সরকারের পক্ষ থেকে অলিখিতভাবে বাধা দেওয়া হয়েছে। রাস্তায় কোন বাস চলতে দেইনি। মালিকপক্ষের গাড়ে কয়টা মাথা তারা বলবে তাদের উপর নিষেধজ্ঞা আছে। বাস মালিকদের একটা মাথা সুতরাং সরকার যেভাবে চেয়েছে তারা সেভাবে করেছে।

এনটিভি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির যে সমাবেশ হলো এতে সরকারের পক্ষ থেকে অলিখিতভাবে বাধা দেওয়া হয়েছে। রাস্তায় কোন বাস চলতে দেইনি।মালিকপক্ষের গাড়ে কয়টা মাথা তারা বলবে তাদের উপর নিষেধজ্ঞা আছে। বাস মালিকদের একটা মাথা সুতরাং সরকার যেভাবে চেয়েছে তারা সেভাবে করেছে। পরিবহন মালিক সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক কোন দলের সবাই জানে। এতে একধরনের রাজনীতিক আবরণ তো থাকবে। বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা এক ধরনের ফাঁকাই ছিল। ঢাকার বাইরে থেকে কোন বাস আসতে দেওয়া হয়নি। বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে সমাবেশ যাতে সুষ্ঠুভাবে না করতে পারে বিএনপি। বিএনপি চেয়ারপারসনকেও সমাবেশে যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। সুতরাং এত বাধার পরেও সমাবেশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আছি দেখেছি। সমাবেশ আমাদের দেশ নেত্রী বক্তব্যে যে বিষয় গুলো উঠে এসেছে তার মধ্যে আগামী নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু করা যায়, সমসাময়িক বিষয়, রাজনীতিক টানাপোড়ন সে বিষয়গুলো উঠে এসেছে। সমাবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটি দেওয়া হয়েছে। সেটা হলো বিভাজনের রাজনীতির বদলে, ঐক্যের রাজনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়