শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:৪০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপির সমাবেশে সরকারের অলিখিত বাধা ছিল’(ভিডিও)

কে এম হোসাইন : বিএনপির যে সমাবেশ হলো এতে সরকারের পক্ষ থেকে অলিখিতভাবে বাধা দেওয়া হয়েছে। রাস্তায় কোন বাস চলতে দেইনি। মালিকপক্ষের গাড়ে কয়টা মাথা তারা বলবে তাদের উপর নিষেধজ্ঞা আছে। বাস মালিকদের একটা মাথা সুতরাং সরকার যেভাবে চেয়েছে তারা সেভাবে করেছে।

এনটিভি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির যে সমাবেশ হলো এতে সরকারের পক্ষ থেকে অলিখিতভাবে বাধা দেওয়া হয়েছে। রাস্তায় কোন বাস চলতে দেইনি।মালিকপক্ষের গাড়ে কয়টা মাথা তারা বলবে তাদের উপর নিষেধজ্ঞা আছে। বাস মালিকদের একটা মাথা সুতরাং সরকার যেভাবে চেয়েছে তারা সেভাবে করেছে। পরিবহন মালিক সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক কোন দলের সবাই জানে। এতে একধরনের রাজনীতিক আবরণ তো থাকবে। বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকা এক ধরনের ফাঁকাই ছিল। ঢাকার বাইরে থেকে কোন বাস আসতে দেওয়া হয়নি। বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে তল্লাশি চালানো হয়েছে। বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে সমাবেশ যাতে সুষ্ঠুভাবে না করতে পারে বিএনপি। বিএনপি চেয়ারপারসনকেও সমাবেশে যাওয়ার সময় বাধা দেওয়া হয়েছে। সুতরাং এত বাধার পরেও সমাবেশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আছি দেখেছি। সমাবেশ আমাদের দেশ নেত্রী বক্তব্যে যে বিষয় গুলো উঠে এসেছে তার মধ্যে আগামী নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু করা যায়, সমসাময়িক বিষয়, রাজনীতিক টানাপোড়ন সে বিষয়গুলো উঠে এসেছে। সমাবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটি দেওয়া হয়েছে। সেটা হলো বিভাজনের রাজনীতির বদলে, ঐক্যের রাজনীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়