শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:২১ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৭, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে সমাবেশের অনুমতি প্রমাণ করে সরকার গণতান্ত্রিক: কাদের

হ্যাপী আক্তার: বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার কতটা গণতান্ত্রিক ও আন্তরিক তা আবারও প্রমাণ করলো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির এমন একটি সমাবেশ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি। তাই সরকার সমাবেশে অনুমতি দিতে দ্বিধাবোধ করেছিল। দলের অবশ্যই সমাবেশ করার অধিকার আছে তাই অনুমতি দিয়েছে। সরকার চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

শুক্রবার সকালে নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র: নিউজ টোয়েন্টিফোর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকতো তাহলে কমলওয়েলথ পার্লামেন্ট এসোসিয়েশনের সম্মেলন এতো সফলভাবে কি করে সফল হলো। তিনি আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র আছে বলেই বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশকে লোকেশন হিসেবে চিহ্নিত করেছে আইপিও এবং সিপিও সম্মেলনের জন্য।

সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আহ্বান করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আহ্বান করলেও নির্বাচনে আসবে, না করালেও তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ বিএনপির নেতারা বলেছেন, তারা যেকোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবেন। কাজেই বিএনপিকে আহ্বানের কোন প্রয়োজন নেই। ওবায়দুল কাদের আরো বলেন, তবে আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হোক। বিএনপি রাজনৈতিকভাবে একটি বড় দল সেজন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিমূলক হবে, তাই চায় সরকার।

 

নূর হোসেন দিবস উপলক্ষে শহীদ নূর হোসেন চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়