রাশিদ রিয়াজ : ইরানের পরিচালক ফারনুশ আবেদি দুটি এ্যাওয়ার্ড ঝুলিতে ভরলেন তার শর্ট এ্যানিমেশন ‘দি সারভেন্ট’এর জন্যে। স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র হিসেবে এটি আটলান্টা হরর ফিল্ম ফেস্টিভালে সবার নজর কাড়ে। গত ২৫ থেকে ২৭ অক্টোবর এ উৎসবের আয়োজন করা হয়।
এছাড়া ফোর্ট লডারডেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে চলচ্চিত্রটি সেরা এ্যানিমেশন হিসেবে নির্বাচিত হয়। চলচ্চিত্রটিতে একজন চাকর মনিব হয়ে যায় এবং একটি পোকা তার চাকর হয়ে যায়। কিছু দিন পর সে বুঝতে পারে যে খেলা সে খেলছে তার কোনো বিধি সে অনুসরণ করছে না।
‘দি সারভেন্ট’ এ্যানিমেশনটি ইরানেও বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। তেহরান টাইমস