শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৭, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৭, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা পার্টির খপ্পরে আমাদের অর্থনীতির সাংবাদিক মিটুর কন্যা

রিকু আমির : টানা পার্টির খপ্পরে পড়ে বাম হাত ভেঙে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন গণমাধ্যমকর্মী মতিনুজ্জামান মিটুর একমাত্র সন্তান মারজিয়া জামান বিন্দুর।

ঢাকার ধানমন্ডিস্থ ইয়োডা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ে উচ্চতর পড়াশোনারত ও চিরতরে মা হারানো বিন্দু এ প্রতিবেদকের কাছে খুব কাঁদো কাঁদো হয়ে জানতে চান, তিনি কবে সুস্থ্য হবেন, আবার আগের মতন নৃত্যচর্চা করতে পারবেন কি-না।

গত বুধবার রাতে নৃত্য শিক্ষকের বাসা মালিবাগ থেকে বাসস্থান ধানমন্ডিতে রিকশাযোগে ফেরার পথে টানা পার্টির খপ্পরে পড়ে হয় বিন্দুকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক্স বিভাগে ভর্তি হয়ে চিকিৎসাধীন বিন্দু বলেন, রিকশায় ছিলাম, ব্যাগ আমার গলার কাঁধের সঙ্গে পেচিয়ে সামনের দিকে রাখা ছিল। একটি প্রাইভেট কার থেকে ব্যাগে টান দিলে আমি পড়ে যাই, ওরা ব্যাগ নিয়ে যায়, এতে মোবাইল ফোনটা ছিল।

বর্তমানে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় কর্মরত মিটু এ প্রতিবেদককে বলেন, বাসায় মেয়ের জন্য রান্না করছিলাম। হঠাৎ খবর পাই।

তিনি বেশ আবেগ তাড়িত হয়ে তিনি বলেন, মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। ওর মা মারা যাবার পর ও-ই আমার সব। ওর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না।

বিন্দুর মা আসমা জামান ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েন দেড় বছর হয়েছে। বিন্দু আফসোস করে বলছিলেন, শনিবারে নাচের শো ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়