মুস্তাফিজুর রহমান: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে দুই জনের লাশ শনাক্ত করার পর টঙ্গী প্রশাসনের মাধ্যমে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনাক্ত হওয়া লাশগুলোর একজন হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭)। লাশটি তার ভাই আলাউদ্দিনকে বুঝিয়ে দেয়া হয়েছে।
অপর আরেকজন হলেন, গাজীপুরের টঙ্গী উপজেলার গোপালপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে আনিসুর রহমান (৩০)। লাশটি তার স্ত্রী শারমিন আক্তারকে বুঝিয়ে দেয়া হয়েছে।