মোস্তাফিজুর রহমান: [২] মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধের মধ্যে চিকিৎসাধীন মো. মাসুম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চার জন চিকিৎসাধীন রয়েছেন।
[৩] চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, মাসুম ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
[৪] মৃত মাসুমের বাবার নাম সালাউদ্দিন। গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
[৫] এর আগে মো. সালাউদ্দিন (৩৮), আমির হোসেন সুমন (৩২) ও প্রকৌশলী আবুল খায়ের গাজী (৪৪) নামে তিন জনের মৃত্যু হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
এমআর/টিএবি/এনএইচ