শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): [২] কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

[৩] মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়-ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ইনচার্জ উদ্দীপন ভক্ত। এর আগে সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৪] ফায়ার সার্ভিস ইনচার্জ উদ্দীপন ভক্ত বলেন, আমরা পৌণে ১০টার দিকে কন্ট্রোল রুম থেকে খরব পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ১০/১৫ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনি। পড়ে প্রায় আধা ঘন্টার চেষ্ঠায় ডাম্পিং করে, অভিযান শেষ করা হয়।

[৫] তিনি আরো বলেন, ঘটনাস্থলের একটি রুমের ইলেকট্রিক শর্টসার্কিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপামের রুমে ছড়িয়ে পড়ে। এতে ৭টি রুম পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করেছি প্রায় অর্ধকোটি টাকা। তবে তদন্ত স্বাপেক্ষ ক্ষয়ক্ষতির পরিমান বাড়তে এবং কমতে পারে বলেও তিনি মনে করেন।  

[৬] ক্ষতিগ্রস্থ মোমেন মিয়া বলেন, আমার ঘরে রাখা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, যাবতীয় আসবাবপত্রসহ পুড়ে সব ছাঁই। আমার আর কিছুই অবশিষ্ট নাই। আমি পথে বসেছি। সম্পাদনা: এ আর শাকিল   

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়