মোস্তাফিজুর রহমান: রাজধানীর শনির আখড়া নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে শহিদুল সিকদার (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি অবগত করা হয়েছে।
মৃতের মামাতো ভাই শামীম হোসেন বলেন নির্মানাধীন ঐ ভবনের শহিদুল নিরাপত্তা হিসেবে কাজ করত। ভবনটি ১০ তলা হবে পাঁচতলা পর্যন্ত তৈরি হয়েছে ।
আজ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পাঁচতলার ছাদে পানি দিতে যায় সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় পরে। সেখান থেকে তাকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শহিদুল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মৃত জব্বার শিকদারের ছেলে। বর্তমানে কদমতলী থানাধীন শনির আখড়া নির্মাণাধীন ভবনে থাকতেন।
পরিবার থাকেন গ্রামের বাড়িতে এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :