শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবান সড়ক দুর্ঘটনায় আহত এক মোটর সাইকেল চালককে হাসপাতালে না নিয়ে ট্রাক চালক রাস্তায় ফেলে দেওয়ায় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মোটর সাইকেল চালক মেদুসে মার্মা (৩৫)। সে জেলার রুমা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরোয়া পাড়ার বাসিন্দা প্রু থোয়াই অং মার্মার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ মে) সকালে চিম্বুক সড়কের গেৎসমণি পাড়া রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সূত্রের তথ্যমতে, গত মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলী পাড়ায় একটি মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মারাত্মক ভাবে আহত হয় মোটর সাইকেল চালক মেদুসে মার্মা। পরে আহতকে স্থানীয়রা উদ্ধার করে ওই ট্রাকে করেই সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তবে ট্রাকের চালক আহত মেদুসে মার্মাকে হাসপাতালে না নিয়ে রাতের অন্ধকারে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়, ফলে যথাযথ চিকিৎসা না পাওয়ায় সে মারা যায়।

এই ব্যাপারে বান্দরবান সদর থানার পুলিশের পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে, এই ঘটনায় জড়িতদের বের করতে কাজ করেছে পুলিশ।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়