শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবান সড়ক দুর্ঘটনায় আহত এক মোটর সাইকেল চালককে হাসপাতালে না নিয়ে ট্রাক চালক রাস্তায় ফেলে দেওয়ায় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মোটর সাইকেল চালক মেদুসে মার্মা (৩৫)। সে জেলার রুমা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরোয়া পাড়ার বাসিন্দা প্রু থোয়াই অং মার্মার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ মে) সকালে চিম্বুক সড়কের গেৎসমণি পাড়া রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সূত্রের তথ্যমতে, গত মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলী পাড়ায় একটি মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মারাত্মক ভাবে আহত হয় মোটর সাইকেল চালক মেদুসে মার্মা। পরে আহতকে স্থানীয়রা উদ্ধার করে ওই ট্রাকে করেই সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তবে ট্রাকের চালক আহত মেদুসে মার্মাকে হাসপাতালে না নিয়ে রাতের অন্ধকারে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়, ফলে যথাযথ চিকিৎসা না পাওয়ায় সে মারা যায়।

এই ব্যাপারে বান্দরবান সদর থানার পুলিশের পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে, এই ঘটনায় জড়িতদের বের করতে কাজ করেছে পুলিশ।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়