শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ১০ ঘর

মো.আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ পরিবারের ১০ ঘর ভস্মিভূত হয়েছে। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের খুরশেদ আলী, কালু ও জামাল উদ্দীনের বাড়িতে। অগ্নিকাণ্ডে তিন পরিবারের ঘরের আসবাবপত্র, চাল, ডাল, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মিভূত হয়। 

আগুনে আতাবুরের শরীর ঝলসে যায়। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তিনি জানান, অগ্নিকান্ডে তিন পরিবারের প্রায় ১২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুড়ি সিএন্ডবি ঘাট এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকাশ আলীর সেমি পাকা বাড়ির ২টি ঘর ভস্মিভূত হয়েছে। বুধবার সকালে লাগা আগুন প্রায় ১ ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তবে আকাশের বাড়ির টিভি, ফ্রিজসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।  সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়