মোস্তাফিজুর রহমান: রাজধানীর কারওয়ান বাজার শুটকি পট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় শাহআলম (২৬) নামে এক হোটেল বাবুর্চি যুবকের মৃত্যু। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক এসআই মো: সেকান্দর আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার সময়ে কাওরানবাজার শুটকি পল্লী এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রান হারান।
শাহআলম মগবাজার এলাকায় স্বাধীন হোটেল এন্ড রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতো। হোটেলটি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায়, সে বেকার হয়ে কাজের সন্ধানে করছিলেন।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাশাইল গ্রামের আনোয়ার উল্লার ছেলে। বর্তমানে মগবাজার পেয়ারাবাগ এলাকায় থাকতেন। সংবাদ পেয়ে রাত সাড়ে বারোটা দিকে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এমআর/এসএ