শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

মোস্তাফিজুর রহমনা: রাজধানীর শাহবাগ থানাধীন বুয়েট মোর এলাকায়  ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মোঃ সোহেল (৩৮) ও আহত তার বন্ধু মোঃ সালউদ্দিন (৪০) উভয়ী গার্মেন্টস স্টক লট ব্যবসায়ী। সাভারে কাজ শেষে রাতে নারায়নগঞ্জে বাড়িতে ফিরার পথে দূর্ঘটনার শিকার হন তারা।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভুইয়া বলেন, রাতে শাহবাগ থানাধীন  বুয়েটের সড়কে রংপাশ দিয়ে বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দু'জনের মধ্যে একজন ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ফেলে চালক, হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য চলছে।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে এস আই আরও বলেন, নিহত সোহেল ও সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু,তারা গার্মেন্টস স্টকলডের ব্যাবসায়ী। 

বকশি বাজার থেকে পলাশী যাওয়ার (বুয়েট) সড়কে কোনো বড় যানবাহন যেন না যেতে পারে সে জন্য সড়কের প্রবেশ পথে সড়কের উপর দিয়ে লোহা পাইপ লাগানো রয়েছে। তাই ট্রাকটি, যানবাহন আসার রাস্তা (রংপাশ) দিয়ে ডুকে যায়। সে সময়ে মোটরসাইকেলটি আসছিল, এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা টি ঘটে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। নারায়ণগঞ্জ রুস্তমপুরের হাজি রওশন আলীর ছেলে সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়