শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত এবং অন্তত: ১৫ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার তীরচর এলাকায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের ( ঢাকা-মেট্রো ব- ১৪-৬২৭৩ ) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর আছড়ে পড়ে বিপরীত পাশে ঢাকামুখী অপর একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত: আবুল বাশারের ছেলে
আরমান হোসেন (১৭) এবং ফেনী ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)। রাতেই নিহতদের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় চান্দিনা সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক ( এসআই ) মোঃ মনিরুল ইসলাম চৌধুরী আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, চালকের বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

এসময় দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে এক ঘন্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান,স্টার লাইন বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে ইউটার্ণে নিয়ন্ত্রন হারিয়ে

কুমিল্লামুখী হতে ঢাকামুখী হয়ে সম্পূর্ণভাবে উল্টে যায়। আমরা দ্রুতার সাথে আহত-নিহতদের উদ্ধার করি এবং যানজট মুক্ত করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়