শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

মোস্তাফিজ, ঢামেক প্রতিনিধি : ঢাকা কলেজের পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। শিশুটির নাম, মোঃ সিয়াম(১০) ।  সে আজিমপুর নিউ পল্টন মাদ্রাসা ফয়জুল উলুম নামক মাদ্রাসা ছাত্র। 

ঢামেক হাসপাতলে নিয়ে আসা ঢাকা কলেজের এক শিক্ষার্থী আবীর হোসেন ও ঐ মাদ্রাসার শিক্ষার্থী নাফিজ, বলেন দুপুরে  সিয়ামসহ  অনেকেই মাঠে ফুটবল খেলা শেষে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে যায়। সেখানে সিয়াম নামে শিক্ষার্থী সাতরাতে সাতরাতে পুকুরের পানিতে ডুবে যায় পানি থেকে উঠতে পারেনি।

সেখানে শিক্ষার্থীসহ অনেকেই তাকে দেখতে পেয়ে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে ঢাকা কলেজের পুকুর এলাকায় যাই সেখানে যাওয়ার আগেই শিক্ষার্থীরা ওই শিশুটিকে পানি থেকে উঠিয়ে ফেলে পরে সেখান থেকে আমাদের গাড়িতে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত সিয়াম ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাঁচলি গ্রামের জুতা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। বর্তমান নিউ পল্টন ওই মাদ্রাসায় থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয় । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়