শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বুয়েটের শিক্ষার্থী আহত 

মোস্তাফিজ : রিকশায় যাওয়ার পথে পলাশীতে নির্মাণাধীন ভবন থেকে ইট মাথায় পড়ে, তাওসিফ মাহির (২২) নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মাহির'কে হাসপাতালে নিয়ে আসা পথচারী ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃরিয়াদ মিয়া ও পথচারী মোহাম্মদ সাইফ জানান, তারা নীলক্ষেত থেকে পলাশী'র দিকে যাচ্ছিলেন। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ২০ তলা ভবন থেকে ইটের টুকরো রাস্তায় ও রিকশা যাত্রীর মাথায় পড়ে। এতে রিকশার যাত্রী ছিল বুয়েটের  শিক্ষার্থী। ওই ছাত্রের মাথায় একটি ইটের  অংশ পড়ে গুরতর আহত হয়। 

সেখান থেকে তাকে একটি রিকশায় তুলে প্রথমে বুয়েটের গেটে নিয়ে যান। সেখানে তার সহপাঠীদের খবর দিয়ে ওই মুহূর্তেই ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেলে মাহিরের সহপাঠী মো. সিফাত জানান, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃত্বীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফ মাহির।
থাকেন কাজী নজরুল ইসলাম হলে। মাহিরের গ্নামের বাড়ি চট্টগ্রামের খুলশী পাহাড়তলী ফ্লোরা পাস রোড। তার বাবার নাম তাজদীক মামুন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মাহির হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়