শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫

মোস্তাফিজুর রহমান: মিরপুর ভাষানটেকের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় দগ্ধ সুজন (৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মারা যায়। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। 

একই ঘটনায় এর আগে তার নানী মেহেরুন নেসা, বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন লামিয়া, মারা যান। বর্তমানে তার বড় বোন লিজা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থাও আশংকাজনক। 

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত লিটন চৌধুরীর ছেলে। বর্তমানে ভাষানটেকে পরিবার নিয়ে থাকতেন। 

উল্লেখ্য; গত ১২ এপ্রিল মিরপুর ১৩ নম্বর ভাষানটেকে এলাকায় মশার কয়েলে ধরাতেই সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন একই পরিবারের ৬ জন দগ্ধ হয় । 

শুক্রবার ভোর চারটার দিকে ভাষানটেক থানাধীন মিরপুর ১৩ নতুন বাজার কালবাট রোড বাসা ৪/১৩ এল পশ্চিম ভাষানটেক এলাকায় একটি দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়