শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৪, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মাইক্রোবাস-রিকশা সংঘর্ষে রিকশা চালক নিহত

ফরিদপুর প্রতিনিধি: [২] ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের জোয়াইরের মোড় এলাকায় মাইক্রোবাস-রিকশার সংঘর্ষে জহিরুল মল্লিক (৩০) নামে এক রিকশা চালক নিহতের ঘটনা ঘটেছে। 

[৩] মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। 

[৪] নিহত জহিরুল মল্লিক (৩৫) সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা এলাকার মৃত তফাজ উদ্দিন মল্লিকের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে হাইওয়ে থানায় মামলা করেছেন। 

[৫] বিষয়টি ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খাইরুল আনাম এ তথ্য জানান।

[৬] জানা যায়, ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার জোয়ারের মোড় এলাকায় খালি রিকশা নিয়ে জহিরুল ইসলাম যাচ্ছিলেন। এ সময় ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে আসা মাইক্রোবাসের সাথে রিকশার সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রিক্সার চালক জহিরুল মল্লিক মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহত জহিরুলের ভাই রহিম মল্লিক বাদি মামলা করেছেন। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে। 

[৬] ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খাইরুল আনাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছিল। সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা করেছেন। ঘাতক মাইক্রোবাসটি আটক করতে পারলেও গাড়ীর চালক পালিয়ে গেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়