শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] খিলক্ষেতে দুই মোটরসাইকেল সংঘর্ষে আহত আরোহী পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম, আশুতোষ চন্দ্র রায় (৩৮)। তিনি পুলিশ কনস্টেবল প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান তিনি।

[৩] গত (৯ই এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় খিলক্ষেত এলিফেটেড এক্সপ্রেসওয়ের ঢালে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ পরিদর্শক এসআই আরিফুর রহমান বলেন, গত ৯ এপ্রিল সকালে সড়কে পুলিশ সদস্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অপর একটি সংঘর্ষে পুলিশ সদস্য রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ওই দিন সকালেই ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল দশটায় মারা যান তিনি।

[৫] এসআই আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিকেল তিনটার দিকে মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতের স্ত্রী হেমারানী রায় জানিয়েছেন, ঐ দিন সকালে আমার ছোট বোনকে বিমানবন্দর রেলস্টেশনে পৌছিয়ে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। 

[৬] তিনি আরো বলেন, ২০০৫ সালে আশুতোষ চাকরিতে যোগদান করেন। অপূর্ব রায় (১০) নামে তার এক সন্তান রয়েছে। সে বিএস গ্রামার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে।
পরিবার থেকে জানা যায়, মৃতের স্ত্রী নয় মাসের অন্তঃসত্তা। 

[৭] মৃত আশুতোষ চন্দ্র রায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার সরদার হাট গ্রামের নবকুমার রায়ের ছেলে। মুগদা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়