শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাপুরে গার্মেন্টসের দোকানে অগ্নিকাণ্ড, ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল): [২] টাঙ্গাইলের মির্জাপুরে একটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে মির্জাপুর পৌরশহরের মসজিদ মার্কেটের পূর্বপাশে তোফাজ্জল ভবনে হাসান'স গার্মেন্টস নামক দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

[৪] মির্জাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১০টা ২৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ওই দোকানে সকল ধরনের কাপড় পুড়ে গেছে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

[৫] ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইঞ্জিনিয়ার হাসান শাহরিয়ার বলেন, আমার দোকানে বিভিন্ন ব্যান্ডের পাঞ্জাবি, প্যান্ট, শার্টসহ সমস্ত মালামাল পুড়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এসময় তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

[৬] অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দোকান মালিক পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে আগামী তিন দিনের মধ্যে দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিাণ্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানতে চেয়ে নির্দেশ প্রদান করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়